32 C
Kolkata
Friday, August 12, 2022

অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিশ্বভারতী ক্যাম্পাসে অশান্তির অভিযোগ

অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে ধুন্ধুমার কাণ্ড বিশ্বভারতী ক্যাম্পাসে। আজ, সোমবার বিশ্বভারতীর বেশকিছু ভবনে অফলাইন পরীক্ষা ছিল। পড়ুয়াদের অভিযোগ পর্যাপ্ত ক্লাস না নেওয়ার ফলে শেষ হয়নি সিলেবাস। এছাড়াও করোনার কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ ছিল। তাই তাঁদের দাবি মেনে অফলাইন নয় অনলাইন মাধ্যমে নিতে হবে পরীক্ষা।

এই দাবিতে বিশ্বভারতীর ইতিহাস ও ভূগোল বিভাগ পদ্মভবন ও ভাষাভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। বন্ধ করে দেওয়া হয় ক্লাস। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে আজ, সোমবার প্রাচীন ইতিহাস, গণিত বিভাগে পরীক্ষা ছিল, সেই পরীক্ষা বন্ধ করে পড়ুয়া বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকী, তারা বিভিন্ন ভবনের গেট গুলিও বন্ধ করে দেয়। জানা গিয়েছে, স্নাতক চতুর্থ ও ষষ্ঠ সেমিষ্টার এবং স্নাতকত্তোরের চতুর্থ সেমিষ্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সেই পরীক্ষা বাতিলের জন্যই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। এরপর বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা পদ্মভবনের গেটের তালা হাতুড়ি দিয়ে ভাঙতে গেলে প্রবল ধস্তাধস্তি শুরু হয় পড়ুয়াদের সঙ্গে। তবে ব্যাপক সংখ্যক পড়ুয়া এদিনের প্রতিবাদে অংশগ্রহণ করায় এক প্রকার পিছু হটতে বাধ্য হয় নিরাপত্তারক্ষীরা। এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা।

Latest Articles