স্বচ্ছ প্রশাসন ও মানুষকে সরকারি পরিষেবা দেওয়া। এই পণ করেই ২০১১ সাল থেকে রাজ্য প্রশাসন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষ যাতে দ্রুত আরও উন্নত পরিষেবা পেতে পারে তাই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। একাধিক জেলা ভেঙে গড়া হয়েছে পুলিস জেলা। গড়া হয়েছে নতুন জেলাও। উত্তরবঙ্গের কাজের গতি আনতে ও প্রশাসনিক কাজের সুবিধার জন্য উত্তরকন্যা স্থাপন করেছেন।
এবার রাজ্যে আরও নতুন সাত জেলার নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজে গতি আনতে ও সুবিধার জন্য রাজ্যে নতুন সাত জেলা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা মত নতুন জেলাগুলি হল- সুন্দরবন, বনগাঁ ও বাগদা নিয়ে ইছামতি জেলা, বসিরহাট জেলা যার নামকরণ পরে হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও রানাঘাট জেলা, বিষ্ণুপুর জেলা, বহরমপুর ও কান্দি জেলা নতুন জেলার তালিকায় রয়েছে। যার ফলে রাজ্যে এবার থেকে ৩০ টি জেলা তৈরি হল। নানা জল্পনার মাঝে আজ, সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক হয়। সকলের চোখ ছিল হয়ত মন্ত্রিসভার রদবদল হতে পারে।
কিন্তু প্রশাসনিক কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তিনি এও জানিয়েছেন, আগামী বুধাবার রাজ্য মন্ত্রিসভার রদবদল হবে। সেদিন বিকেল ৪ টে নাগাদ নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে। এই বিষয়ে তিনি জানিয়েছেন, মন্ত্রিসভায় রদবদল করা হবে। চার-পাঁচ জনকে মন্ত্রিসভা থেকে সরানো হবে। তাঁদেরকে দলের কাজে লাগানো হবে। নতুন পাঁচ-ছ’জনকে নতুন করে মন্ত্রিত্বের দ্বায়িত্ব দেওয়া হবে। বুধবার বিকেল ৪ টের সময় নতুন নাম ঘোষণা করা হবে।