কলকাতা,২৫এপ্রিল:
দেশ জুড়ে ভয়াবহ ছবি, ক্রমেই ভয়ানক পরিস্থিত তৈরি হচ্ছে সর্বত্র। মানুষের সচেতনতা ফেরাতে মরিয়া প্রশাসন। নেই হাসপাতালে বেড, নেই অক্সিজেন, এমন পরিস্থিতিতে বাড়িতেই হাজার হাজার করোনা রোগী মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে। বাংলার ছবিটাও একই রকম,এমন পরিস্থিতিতে শিল্পি মহলও পাচ্ছে না রেহাই। একের পর এক শিল্পী থেকে সাহিত্যিক করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন।
এবার আক্রান্ত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বৃহস্পতিবারই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তখন এক হোটেলে তিনি কোয়ারেন্টাইন হয়েছিলেন। তবে সেখান থেকেই তাঁকে এক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
আক্রান্ত হয়েছেন তাঁর মেয়ে ও গাড়ির চালক। যথেষ্ট সতর্ক ছিলেন বুদ্ধদেব গুহ। তবুও মিলল না রেহাই। প্রবীণ সাহিত্যিকের বয় ৮৬, করোনার সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি।গত ৩-৪ দিন ধরে নিউমোনিয়ার মতো হয়েছে তাঁর। বুকে সর্দি বসে গিয়েছে। সঙ্গে কাশি। তবে স্বাদ-গন্ধহীন হয়ে পড়েননি এখনও।বর্তমানে বিপদ কেটেছে। তাঁর দ্রুত আরোহগ্য কামনা করছে ভক্তমহল।