ডেস্ক : গোটা পরিবারের সঙ্গে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন করিনা কাপুর। সেখান থেকে একের পর এক ছবি শেয়ারও করছেন সোশ্যাল মিডিয়ায়। তবে বেবো আর সইফের একটা ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দুই তারকা এক ভক্তের সঙ্গে পোজ দিয়েছেন। তবে সেই ছবি দেখে ইন্টারনেটে থাকা মানুষজনের ধারণা তৃতীয় সন্তানের জন্ম খুব জলদি দিতে চলেছেন করিনা।
কালো রঙের ক্রপ টপে তোলা হয়েছে ছবিখানা। তবে সবচেয়ে যা নজর কাড়ছে তা হল করিনার বেরিয়ে আসা পেট। যা হাতে থাকা পানীয়র গ্লাস দিয়ে ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী। আর তা থেকেই ধারণা তৃতীয়বার মা হতে চলেছেন করিনা। তৈমুর-জাহাঙ্গীরের পর পতৌদি পরিবারকে উত্তরসূরী আরেক উত্তরসূরী দিতে চলেছেন তিনি।