ডেস্কঃ দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। সম্প্রতি তার অভিনীত এক বিজ্ঞাপনে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এনডোর্স করার জন্য এক সমাজকর্মী তার বিরুদ্ধে সরব হয়েছেন। তার দাবি ওই বিজ্ঞাপনটি ভুল তথ্য সম্প্রচার করছে।অভিযোগকারী সমাজকর্মী কোথা উপেন্দর রেড্ডি দাবি করেছেন, যে বিজ্ঞাপনে আল্লু অর্জুনকে ‘মুখ’ হিসাবে দেখানো হয়েছে, সেটি প্রতারণামূলক এবং ভুল তথ্য সরবরাহ করছে।
আল্লু অর্জুনের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার জন্য শ্রী চৈতন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তিনি অনুরোধ করেছেন যে আল্লু অর্জুন এবং শ্রী চৈতন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে প্রতারণা করার জন্য যেন যথাযথ বিচার করা হয়।