ডেস্কঃ হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা-মন্ত্রী, বিনোদন জগত কেউই রেহাই পাচ্ছেনা। ক্রমেই চওড়া হচ্ছে করোনার থাবা। এবার মারণ ভাইরাসে আক্রান্ত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গত ২ জানুয়ারি মালদহে বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন তিনি।
বাড়ি ফেরার পর সর্দি, কাশিতে ভুগছিলেন। শরীর দুর্বল হয়ে পড়েছিল। ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনেই রয়েছেন তিনি।